অস্বাভাবিক ভাবে জোয়ারের পানি বৃদ্ধি: প্লাবিত সুন্দরবন

0
315

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ নিম্নচাপের প্রভাব ও চলমান পূর্ণিমার গোনে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদী-খালে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানি ।

আজ রবিবার (১৪ আগষ্ট) দুপুরে জোয়ারে পানি ৪ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছাসে ডুবে গেছে পূর্ব সুন্দরবন বন-বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ।

বন বিভাগ জানিয়েছেন, এখনো বন্যপ্রাণীর ক্ষয়-ক্ষতি হয়নি। তবে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়তে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, গেল চার দিন ধরে অস্বাভাবিক ভাবে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে।আজ দুপুরে পানি আরও বেশি বেড়েছে। করমজলসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। করমজল সহ বনের বিভিন্ন উঁচু জায়গায়তে হরিণসহ বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে বলেও জানান ঐ কর্মকর্তা।