ইউরিয়া সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

0
229

ছাদেকুল ইসলাম রুবলে,গাইবান্ধাঃ ইউরিয়া সার ও ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মার্কেটের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহŸায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সাধারণ স¤পাদক মাহাবুর রহমান খোকা, নিলুফার ইয়াসমিন শিল্পী, অতুল চন্দ্র, ডাক্তার আব্দুল জব্বার প্রমূখ।

বক্তারা বলেন, কৃষি আমাদের দেশের মেরুদন্ড। কৃষি ব্যবস্থাকে বাঁচাতে যেখানে সরকারের উচিত সর্বোচ্চ ভর্তুকি দেয়া সেখানে সরকার ইউরিয়ার মত গুরুত্বপূর্ণ সারে প্রতি কেজিতে ৬ টাকা বৃদ্ধি করেছে।

এতে ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, কৃষক সংকটে পড়বে। তারা আরও বলেন, তেলের দাম যখন নি¤œমূখী সেই সময়ে সরকার তেল ও ডিজেলের দাম বৃদ্ধি করে জনস্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছে এবং সরকারের সীমাহীন লুটপাটের দায়ভার জনগণের উপর চাপিয়ে দিয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে ইউরিয়া সার ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে কৃষি ও কৃষককে বাঁচানোর জোর দাবি জানান। সেইসাথে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার অন্যতম সদস্য কৃষক নেতা প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবু সহ নেতা কর্মীদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।