ঘোড়াঘাটে চোলাই মদ সহ আদিবাসী নারী আটক

0
202
ঘোড়াঘাটে জব্দকৃত বাংলা চোলাই মদ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলা চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫শ লিটার চোলাই মদ সহ এক আদিবাসী নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টায় ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল উপজেলার চাটশাল চিয়ারগাঁও আদিবাসী পাড়ার শেরাপিনা টুডুর বাড়িতে অভিযান পরিচালনা করে অ্যালুমিনিয়ামের পাতিল ও মাটির মটকার মধ্যে থাকা ৫শ লিটার চোলাই মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা।

এ সময় পুলিশ বাংলা চোলাই মদ তৈরী ও বিক্রির অপরাধে সিরিল সরেনের স্ত্রী শেরাপিনা টুডু (৪০) কে আটক করে। শেরাপিনা টুডুর সঙ্গে থাকা অপর দুইজন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, আটক নারীসহ পলাতক আরও ২জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রোববার সকালে আটক শেরাপিনা টুডুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।