রোটারি ক্লাব অব সুন্দরবনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0
344

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ ” বৃক্ষ প্রাণে প্রকৃতি পতিবেশ প্রজন্মের টেকসই বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারি ক্লাব অব সুন্দরবনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। শনিবার (৩০ জুলাই) খুলনা ডায়াবেটিক হাসপাতাল এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডায়বেটিক সমিতির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডায়বেটিক সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট শেখ রজব আলী সরদার, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ কমিটির চেয়ারম্যান রোটাঃ কামরুল করিম বাবু, লেঃ গভর্নর সৈয়দ মাকসুদুল ইসলাম মুকুল ও খুলনা চেম্বার অব কমার্স এর পরিচালক ঠাকুর শাহ আলম তুহিন।

সুন্দরবন ক্লাব প্রেসিডেন্ট আজিজুল হক জোয়ার্দার এর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান রোটাঃ পাষ্ট প্রেসিডেন্ট আলহাজ্ব মফিদুল ইসলাম টুটুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সেক্রেটারি রোটাঃ আবিদা আফরিন, পিপি রোটাঃ ইঞ্জিনিয়ার আলহাজ্ব রুহুল আমীন হাওলাদার, রোটাঃ শেখ নাসিরুজ্জামান, রোটাঃ সচিন সাহা, রোটাঃ আখি আকতার, রোটাঃ হাকিম মতিয়ারা বেগম, রোটারি ক্লাব অব খুলনা নর্থ এর প্রেসিডেন্ট ফজলুর রহমান, রোটারি ক্লাব অব খুলনা পোর্ট সিটির প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, রোটারি ক্লাব অব খুলনা রয়্যালস এর প্রেসিডেন্ট আশরাফ আলি মনির, রোটারি ক্লাব অব রূপসী খুলনার প্রেসিডেন্ট এম এ জামান এবং ডায়বেটিক সমিতির চিকিৎসক রোটারিয়ান ডাঃ এম বি জামান রোটারেক্টর রাসেল আমিনসহ প্রমুখ।

খুলনা ডায়বেটিক হাসপাতালের পুরো প্রাঙ্গণে পরিকল্পনা অনুযায়ী বৃক্ষ রোপন এবং বছর ব্যাপী সংরক্ষণ এর দায়িত্ব নিয়েছেন রোটারি ক্লাব অব সুন্দরবন।

ক্লাবের সাপ্তাহিক নিয়মিত মিটিং এ ক্লাব সেক্রেটারি আবিদা আফরিনের জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।