বগুড়ার শেরপুরে মুজিবশতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানে প্রেস ব্রিফিং

0
190

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর প্রদান উপলক্ষে বগুড়ার শেরপুরে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-২ প্রকল্পের অধীনে ২০২১-২০২২ অর্থবছরে ৩য় পর্যায়ে ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে ২০ জুলাই বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি প্রেস ব্রিফিং উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি সবুজ চৌধুরী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবরিনা শারমিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার শিউলী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ প্রমুখ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

আগামী ২১ জুলাই বৃহস্পতিবার ১০ টার দিকে ২০২১-২০২২ অর্থবছরে ৩য় পর্যায়ে ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নে ৬টি, বিশালপুরে ১৩টি ও মির্জাপুরে ইউনিয়নে ২৬ টি সব মিলিয়ে ৪৫ ঘর হস্তান্তর করা হবে বলে উপজলা প্রশাসন জানান।