রামপালে উদ্ভোধনের অপেক্ষায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর

0
263

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল উপজেলার ভূমিহীনরা পেতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ৷ এবার তৃতীয় পর্যায়ে উপজেলায় কাজ সম্পন্ন হওয়া ২০ টি ঘর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন ৷ মঙ্গলবার (১৯ জুলাই) রামপাল উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং সূত্রে এসব তথ্য জানাগেছে ৷

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল গৃহহীনদের পূনর্বাসন কার্যক্রম চলমান আছে ৷ সারাদেশে উদ্ভোধনের জন্য প্রস্তুত ২৬ হাজার ২২৯ টি বাড়ির মধ্যে রামপাল উপজেলায় ৩য় পর্যায়ে সর্বমোট ১০৫ টির মধ্যে প্রথম ধাপে ৮৫ টি গৃহ উদ্বোধন সম্পন্ন হয়েছে ৷ বাকী ২০ টি বাড়ির কাজ সম্পূর্ন করা হয়েছে ৷

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই সারা বাংলাদেশে একযোগে ঘরগুলির উদ্ধোধন করবেন ৷ তারপর সেগুলি গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে ৷ ওইদিন উপজেলার গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পে ভার্চুয়ালি যুক্ত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

সভায় রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, এসিল্যান্ড সালাউদ্দিন দিপু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ৷ উপজেলার আরো ১০৩২ টি ভূমিহীন পরিবারকে পূনর্বাসন করতে বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে ৷