ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১

0
161
ফাইল ছবি।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। এ সময় এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। এ নিয়ে বর্তমানে সারা দেশে মোট ২২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আজ সকাল আটটার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে আর ঢাকার বাইরে ১৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৭০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৪ জন চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৮৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৬১১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৭ জুলাই দুজনের মৃত্যুর খবর আসে।