ধামরাইয়ে থেমে থাকা ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় চালক নিহত

0
378

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই পৌরসভার আইঙ্গন মোড়ে থেমে থাকা ট্রাকের সাথে দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা লেগে চালক বিশ্বজিৎ ঘোষ প্রাণ হারালেন।

মোটরসাইকেলে দ্রুত গতির সাথে হাওয়ায় ভাসতে ভাসতে মনের অজান্তেই থেমে থাকা এক ট্রাকের সাথে আঘাত হানলো চালক বিশ্বজিৎ নিজেই।এরপর সব শেষ। মাথায় প্রচন্ড আঘাতে মগজ বেড়িয়ে পড়েছে। রাত গভীরে বন্ধু আনারকে নিয়ে এমন কিইবা দরকার ছিল? পরিবারের সব আশা আকাঙ্খা মুহুর্তের মধ্যেই আধাঁরে মিলিয়ে গেলো। এমন ঘটনা ঘটছে প্রায় প্রতি দিন । আর অধিকাংশ মোটর সাইাকেলের রেজিষ্ট্রেশনও নেই । নাম্বার প্লেট ছাড়া চলছে অসংখ্য মোটর সাইকেল।এক শ্রেণীর যুবকরাই উল্লাসে দ্রুত গতিতে চালায় গাড়ি। অভিভাবকদের অকারন বাইক কিনে দেবার থেকে বিরত থাকা বাঞ্চনীয়।যেমনটা ঘটে গেলো বিশ্বজিতের । কিন্ত তার পরিবার সর্বস্ব হাড়ালো।

শনিবার গভীর রাতে ধামরাই পৌর এলাকার আইঙ্গন মোড়ে থেমে থাকা একটি ট্রাকের সাথে দ্রুত গামী মটর সাইকেল ধাক্কা লেগে চালক বিশ্বজিৎ ঘোষ (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আরোহী আনার নামের এক যুবক আহত হয়েছে। তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

উপস্থিত লোকজনরা জানান থেমে থাকা ট্রাকের সাথে স্বজোড়ে থাক্কা খেয়ে ছিটকে পড়ে। চালক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাথায় মগজ বেরিয়ে পড়ে বলে জানান।

ধামরাই পৌর সভার প্রধান বাজারের কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধু ঘোষ মাত্র কয়েক দিন আগেই একমাত্র ছেলে বিশ্ব এর আবদারে বাবা নিজেই মোটরসাইকেলটি ছেলে বিশ্বজিৎকে কিনে দেন বলে জানান।পুত্রশোকে পুরো পরিবার ও তার আত্মীয় স্বজনরা শোকার্ত।