কুড়িগ্রামে বন্যা দুর্গত মানুষের মাঝে কোরবানীর মাংস ও খাদ্য সামগ্রী বিতরণ

0
448
কুড়িগ্রাম প্রতিনিধিঃ  স্বেচ্ছাসেবী সংগঠন “সহমর্মিতা ফাউন্ডেশন”এর  উদ্যোগে কুড়িগ্রামের চরাঞ্চলের প্রায় ৫ হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে কোরবানীর মাংস, শুকনা খাবারসহ ঈদ উপহার বিতরণ করা হয়।  পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদের দুইদিন পর মঙ্গলবার ও বুধবার জেলা সদরের চর যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর, চরভগবতিপুর, শিবের চর সহ একাধিক চর গ্রামের বানভাসীদের মধ্যে এসব বিতরণ করা হয়।
যে সমস্ত চরাঞ্চলে কোরবানী হয়না, মানুষ মাংস খেতে পারেননা তাদের জন্য সহমর্মিতা ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। চরাঞ্চলে গরু কোরবানী দিয়ে সেখানেই মাংস ভাগ করে অন্যান্য খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বানভাসি  মানুষদের হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, অপারেশন হেড হুমায়ুন কবির সোহেল, প্রতিনিধি তাজুল ইসলাম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ। ফাউন্ডেশনে’র অপারেশন হেড হুমায়ুন কবির সোহেল বলেন, আমরা সব-সময় আমাদের সংগঠনের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় চেষ্টা করছি গরিব মানুষদের পাশে দাঁড়ানোর। এ জন্যে এই ঈদের খুশি ভাগাভাগি করার জন্য এই প্রত্যন্ত চরে আসা।
সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান বিপ্লব বলেন, কুড়িগ্রামে ১ম ধাপের বন্যায় চরের এসব মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন। আমাদের সাধ্যনুযায়ী এই পরিবারগুলোকে ঈদ উপহার দিতে পেরে আমরাও খুশি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আরো বানভাসী মানুষ উপকৃত হবে।  ঈদ উপহার পেয়ে খুশি চরভগবতিপুরের বন্যা দুর্গত জোসনা। তিনি বলেন, ঈদে তো কেউ খোঁজ নিতে আসেনি। ঈদের পরেও আসেনি। আমরা এই মাংস ও উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। এই মাংস রান্না করে পরিবারের সবাই মিলে খেতে পারবো। এমন অনুভূতি প্রকাশ করলে অনেকেই।