শ্রীনগরে পশুর হাটে শেষমুহুর্তে ক্রেতা সমাগম বাড়ছে

0
358

আরিফুল ইসলাম শ্যামল, শ্রীনগর,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদ-উল আযহাকে সামনে রেখে শেষ মুহুর্তে কোরবানির পশুর
হাটগুলোতে ক্রেতাদের সমাগম বাড়ছে। এরই মধ্যে খামারিরা হাটে অসংখ্য গরু-ছাগলের পসরা সাজিয়ে বসেছেন। আগামী রোববার ঈদ-উল-আযহার ছুটিতে কর্মজীবি মানুষ ঘরে ফিরছেন।

শেষ মুহুর্তে স্থানীয় পশুর হাট, কামার পাড়া, গরু-ছাগল জবাইয়ের কাজে ব্যবহারের জন্য খাইটা, পাটি, চাঙ্গারিহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর বিক্রয় কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে। সব খানেই এখন মানুষের মধ্যে এক ধরনের সাঁজ সাঁজ রব ঈদ আনন্দ বিরাজ করছে।

উপজেলার সদর ইউনিয়নে দেউলভোগ নিয়মিত পশুর হাটসহ ভাগ্যকুল মান্দ্রার হাট, কামারগাঁও কেদারপুর হাট, বাঘড়া হাট, বাড়ৈখালীর শিবরামপুর হাট ও বেলতলী খেলার মাঠে অস্থায়ী পশুর হাটগুলোতে দেশী বিদেশী জাতের বিভিন্ন সাইজের গরু কেনাবেচা হচ্ছে। ধারনা করা হচ্ছে ( আজ শুক্রবার) থেকে এসব পশুর হাটে হাজার হাজার ক্রেতার সমাগমের মধ্যে দিয়ে কোরবানির পশু বেচাকেনার ধুম পড়বে।

সূত্রমতে জানা গেছে, ঈদকে সামনে রেখে উপজেলায় তালিকাভুক্ত প্রায় ৪ শতাধিক মিনি খামারে গরু-ছাগল মোটা তাজাকরণ করা হয়েছে। স্থানীয় পশুর হাটে অল্প পুজির এসব খামারিরা তাদের কাঙ্খিত দামে গরু-ছাগল বিক্রির মধ্যে দিয়ে লাভের স্বপ্ন দেখছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার পশুর হাটে বিভিন্ন সাইজের ও রঙের অসংখ্য গরু আনা হয়েছে। মাঝারী সাইজের দেশী বিদেশী ষাড় গরু ক্রেতাদের দৃষ্টি কাড়ছে। বড় গরুর তুলনায় অনেকাংশেই মধ্যবিত্তদের চাহিদার তুঙ্গে থাকছে ছোট গরু। পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় শতশতট্রলার বোঝাই গরু আসছে হাটগুলোতে। হাটগুলোতে উপজেলা প্রাণীসম্প্রদ অধিদপ্তরের ডাক্তার ও মাঠ কর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি মনিটরিং করতে দেখা গেছে।

প্রাণীসম্প্রদ কর্মকর্তা ডাঃ আবু রায়হান বলেন, এখনও পর্যন্ত কোন হাটে অসুস্থ পশুর দেখা মিলেনি। পশুর হাটগুলোতে আমাদের পশুর ডাক্তার ও মাঠকর্মীরা কাজ করছেন।

বালাশুর এলাকার খামারি তারা মল্লিক (৪৫) বলেন, দেউলভোগ হাটে ১ লাখ ৪০ হাজার টাকায় ১টি গরু বিক্রি করেছি। আটপাড়ার নূর ইসলাম বলেন, প্রায় ৫-৬ মণ ওজনের ২টি গরুর মধ্যে ছোটটি ১ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করেছি। অন্যটি ক্রেতারা ১ লাখ ২২ হাজার টাকা হাকাচ্ছেন।

খামারিরা বলছেন, খোলা বাজারে গু-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু পালনে অধিক খরচ হয়েছে। সেই হিসেবে গত বারের তুলনায় এবছর কমদামে গরু বিক্রি করতে হচ্ছে দাবী খামারিদের। ষোলঘর পাকিরাপাড়া এলাকার ডাঃ মো. আবুল হোসেন (৭০) নামে একজন ক্রেতা বলেন, কোরবানির জন্য ১ লাখ ৩০ হাজার টাকায় ১টি গরু ক্রয় করেছেন।

মাংসের খুচরা বাজার দর অনুসারে কোরবানির পশু ঠিক দামেই বিক্রি হচ্ছে বলেন তিনি। সমষপুর এলাকার কাজল রহমান বলেন, ৬০ হাজার টাকায় দেশীজাতের ১টি ছোট ষাড় গরু কিনেছি। ধারনা করা হচ্ছে ষাড়টির ওজন পৌণে ২ মণ হতে পারে।

শ্রীনগর দেউলভোগ পশু হাটটির সংশ্লিষ্ট হাসিলদার মো. সিয়াম বলেন, সরকার নির্ধারিত শতকরা ৬ টাকা হারে হাসিল রাখা হয়। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত এই হাটে বিভিন্ন সাইজের ১ হাজারের অধিক গরু আছে। বেপারীরা আরো গরু আনছেন।

হাট সংশ্লিষ্টরা বলছেন শুক্রবার সকাল থেকেই হাটে গরু- ছাগল কেনাবেচার ধুম পড়বে।