ঈশ্বরগঞ্জে ঈদুল আজহা কে সামনে রেখে ভর্তুকিতে খাদ্য সহায়তা

0
135

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় দুই মাস বিরতির পর ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ শনিবার (২ জুলাই) সকাল থেকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় নির্ধারিত স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। ডিলারদের পক্ষ থেকে জানানো হচ্ছে, পণ্য বিতরণের প্রথম দিনে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২ হাজার ২১৫ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে ৪ জুলাইয়ের মধ্যে উপজেলার ১১ টি ইউনিয়নে বাকিদের দেওয়া সম্পন্ন হবে। পুরো উপজেলায় ২১ হাজার ১৬২ জন উপকারভোগী টিসিবির পণ্য পাবেন বলে জানা যায়। আরও জানা যায়, ৪০৫ টাকা মূল্যে প্রতিটি ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য হিসেবে সয়াবিন তেল ২ লিটার, ডাল ২ কেজি ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।

এসময় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌরসভার কাউন্সিলর মো. জহিরুল ইসলাম সুজন প্রমুখ।