হিলিতে প্রান্তিক পর্যায়ে চলছে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম

0
145

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে পঞ্চম দিনের মতো প্রান্তিক পর্যায়ে চলছে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। কোরবানি ঈদের আগে কম দামে তেল,চিনি,ডাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষরা,তবে পণ্যের পরিধি বাড়ার দাবি তাদের।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর প্রাথমিক সরকারী বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ডধারী সাধারণ মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাউছার রহমান বলেন, ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ২ লিটার তেল,১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে। সরকারের দেওয়া ঈদ উপহার টিসিবির পণ্য আজ খট্রামাধবপাড়া ৩,৫,৭ নং ওয়ার্ডে ৯০৯ জন ফ্যামিলি কার্ডধারীদের মাঝে এসব পণ্য প্রদান করা হচ্ছে।

ঈদের আগ পর্যন্ত ধাপে ধাপে উপজেলার ১০ হাজার পরিবারের মাঝে স্বল্প মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।