শ্রীনগর দেউলভোগ হাটে নৌকা বিক্রির ধুম

0
167

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী দেউলভোগ হাটে নৌকা বিক্রির ধুম পড়েছে। সাপ্তাহিক মঙ্গলবার এ হাটে সকাল সন্ধ্যা নৌকা বিকিকিনি হচ্ছে। বর্ষাকে সামনে রেখে হাটে গড়ে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক কোষা নৌকা বিক্রি হয়।

সর্বনিম্ন ৪ হাজার থেকে শুরু করে ৭ হাজার টাকা দামের রেডিমেট ডিঙ্গি নৌকার পসরা সাজিয়ে বসা হয়েছে এখানে। এ অ লে বর্ষার পানি দিনদিন বৃদ্ধি পাওয়ায় প্রত্যান্ত গ্রামবাসীরা নৌকার খোঁজে আসছেন হাটটিতে। চামবল, উড়িআম, কড়ই, মেহগনীসহ বিভিন্ন জাতের কাঠের তৈরী সস্তাদামের নৌকা মিলছে উপজেলার একমাত্র দেউলভোগ নৌকার হাটে।

সরেজমিনে দেখা যায়, শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ গরু-ছাগল বিক্রির হাটে নৌকার বেপারীরা বিভিন্ন সাইজের কোষা নৌকার পসরা সাজিয়ে রাখছেন। ক্রেতারা ঘুরে পছন্দের নৌকা সংগ্রহ করছেন। প্রায় ১০টি নৌকার দোকান রয়েছে।
উপজেলার নিমতলীর মনির হোসেন (৪০), আব্বাস (৫২), কুকুটিয়ার কালাচাঁন বেপারী (৫০), তারাপদ (৬০), মিনার (৪৫) সহ অন্যান্য নৌকা ব্যবসায়ীরা বলেন, প্রতিবছর বর্ষার মৌসুমে রেডিমেট নৌকা তৈরীর কাজ করেন। নিজস্ব বাড়ি কিংবা রাস্তার পাশে শ্রমিক নিয়ে নৌকা বানান তারা। দেউলভোগ হাটসহ বিভিন্ন হাটে এসব নৌকা পাইকারী দরে বিক্রি করেন। নৌকা তৈরীর উপকরণ সামগ্রী ও শ্রমিকের মূল্য বৃদ্ধির কারণে নৌকার দামও কিছুটা বেশী।

সামসুন্নাহার বেগম (৪৫) বলেন, উপজেলার কর্কটপাড়া থেকে দেউলভোগ হাটে নৌকার খোঁজে আসছেন তিনি। গৃহস্থালী কাজকর্মে ও গরুর ঘাস সংগ্রহের জন্য নৌকার প্রয়োজন। তাই ৩৩০০ টাকায় একটি কোষা নৌকা খরিদ করেছি।

নৌকা হাটের ইজারাদার মো. সোহাগ (৪৫) বলেন, জিনিসপত্রের দাম বাড়ায় নৌকার দামও বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ ৭ হাজার টাকার মধ্যে এখানে রেডিমেট কোষা নৌকার কেনাবেচা হচ্ছে। শতকরা ১২ টাকা হাসিল রাখা কথা থাকলেও অনেকাংশে হাসিলের টাকা কম রাখা হচ্ছে। হাটে প্রতিদিনই নৌকা কেনাবেচা হচ্ছে। তবে মঙ্গলবার সাপ্তাহিক দেউলভোগ নৌকার হাটে প্রায় ৩ শতাধিক ছোট বড় কোষা নৌকা বিক্রি হচ্ছে।