চাঁপাইনবাবগঞ্জ

রফিক সোনামণি পাঠশালায় অভিভাবক সমাবেশ

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে চায়ের দোকানদার রফিকুল ইসলামের গড়ে তোলা রফিক সোনামুনি পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।

সমাবেশে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাসেদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, রফিক সোনামুনি পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চায়ের দোকানদার মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. ফরমান আলী, সহকারী শিক্ষক শামসুন্নাহার খাতুন, ফাহমিদা খাতুন, মোসা. নূর আক্তার জাহান, মোসা. রওশানারা খাতুন, আব্দুল হান্নানসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

ঠাকুর পালশা গ্রামের চায়ের দোকানদার রফিকুল ইসলাম প্রত্যন্ত গ্রামটিতে ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে রফিক সোনামুনি পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় জন শিক্ষার্থী ও প্রায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button