বগুড়া

বগুড়া শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠিত

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ‘শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা, গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আন্তঃ ইউনিয়ন প্রতিযোগীতা অনুষ্ঠিত শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২১ জুন বিকাল ৫টায় বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের অনুকুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভীন, সহকারি শিক্ষা অফিসার মোমিনুল হক, ওবায়দুর রহমান, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একই ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল মোমিন মহসিনকে এক সংবর্ধনা প্রদান করেন শিক্ষকরা।

খামারকান্দি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান মÐলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিন। সংবর্ধনা অনুষ্ঠানের ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button