নেত্রকোনা

নেত্রকোণায় পরিবেশ দূষণ নিয়ে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় শিল্প প্রতিষ্ঠানের দূষন নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। mআজ সকাল ১১ টায় পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সহকারী পরিচালক পারভেজ আহম্মেদের সভাপতিত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যাগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন দিলরুবা আহমেদ পরিচালক পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-পরিচালক ময়মনসিংহ রুবেল মাহমুদ, সহকারী পরিচালক ময়মনসিংহ বিভাগীয় সাবিকুন্নাহার, সহকারি পরিচালক ময়মনসিংহ হাদিউল, ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন, ইটভাটা মালিক সমিতির সদস্য এম এ ওয়াহেদ, তৌহিদ আহমেদ, চাউলকল মালিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল, সাইফুল ইসলাম, হুসাইন ইমরান,নুরুল রহমান খান জাহেদি,সাইফুল ইসলাম,সহ আরো অনেকে।

পরে মতবিনিময় সভায় পরিবেশ দূষণ থেকে রক্ষা করে শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে হবে। এছাড়াও হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও ইটভাটার মামলা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button