টাঙ্গাইল

গোপালপুরে হেমনগর ইউপি নির্বাচন স্থগিত

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশ প্রতিপালনার্থে ১৫ জুন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনার-২এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি মারফত জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয় এর স্মারক নং-১৭,০০,০০০০,০৭,৪১,০১২,২২-২৭৭, তারিখ: ২৫ এপ্রিল ২০২২ স‚ত্রের প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৪৯৯১/২০২১ এর ১৩ জুন ২০২২ তারিখের আদেশ প্রতিপালনার্থে ১৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমা সুলতানা জানান, হাইকোর্টের আদেশে হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে, উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button