গোপালপুরে হেমনগর ইউপি নির্বাচন স্থগিত


মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশ প্রতিপালনার্থে ১৫ জুন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনার-২এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি মারফত জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয় এর স্মারক নং-১৭,০০,০০০০,০৭,৪১,০১২,২২-২৭৭, তারিখ: ২৫ এপ্রিল ২০২২ স‚ত্রের প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৪৯৯১/২০২১ এর ১৩ জুন ২০২২ তারিখের আদেশ প্রতিপালনার্থে ১৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমা সুলতানা জানান, হাইকোর্টের আদেশে হেমনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে, উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।