হিলিতে বাংলাদেশ স্থলবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর সেবা সপ্তাহ পালিত

0
310

হিলি প্রতিনিধিঃ “স্থলে পথে বাণিজ্য বৃদ্ধি, দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশে স্থলবন্দরের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ।

আজ মঙ্গলবার দুপুরে পানামা হিলি পোর্টের সম্মেলন কক্ষে বন্দর কর্তৃপক্ষের সুপারিন্টেন্ডেন্ট রাসেল শেখের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম। এসময় হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আমিন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ সর্দার, পানামা হিলি পোর্টের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা হিলি স্থলবন্দরের ব্যবসা-বানিজ্য প্রসারের লক্ষে রাস্তা-ঘাটসহ বন্দরের অবকাঠামো উন্নয়ন করা গেলে বন্দরটি থেকে প্রতিবছর ৪০০ কোটি টাকার দ্বিগুন রাজস্ব আদায় সম্ভব হবে। পরে বাংলাদেশ স্থলবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।