নেত্রকোনার দুর্গাপুরে মাতৃত্বকালীন ভাতা বহি বিতরণ

0
98

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ১০৬জন মহিলাদের কে ভাতা বহি বিতরণ করা হয়েছে।পরিবারের ভরন পোষণের জন্য দরিদ্র মহিলাদের অর্থ উপার্যনের লক্ষে কাজ করতে হয়। কিন্তু মাতৃত্বকালীন অবস্থায় কাজ করা সম্ভব হয়না বিধায় পুষ্টিকর খাবারের অভাবে মা ও শিশু অসহায় অবস্থায় পড়েন। এই অবস্থা থেকে পরিত্রানের জন্য আজ সোমবার(৬জুলাই) দুপুরে এ কার্ড বিতরণ করা হয়।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভাতা বহি বিতরণ কালে অন্যদের মধ্যে, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, স্থানীয়ভাবে জরিপ এবং তথ্যানুসন্ধান করে গর্ভবতি মায়েদের তালিকা করা হয়েছে। এতে ৯টি ওয়ার্ডের তালিকা ভুক্ত গর্ভবতি মায়েরা মাসিক ৮শত টাকা করে প্রতি ৬ মাস এ ভাতা পাবেন। সরকারের এই মহৎ উদ্দ্যেগ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।