উল্লাপাড়ায় প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ ঘর থেকে এক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ধরইল গ্রাম থেকে আকুল ইসলাম (১৯) নামের এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে পুলিশ। আকুল ধরইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার এ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম শহীদ জানান, শনিবার আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল গ্রামের নিজ ঘর থেকে প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বনানী প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ছিল।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃতুর আসল কারণ জানা যাবে।