পাবনা

ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও বিজেপির মুখপাত্রের কুষপুত্তুলিকা দাহ

মামুনুর রহমান, ঈশ্বরদী,(পাবনা): ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী (সাঃ) ও উম্মুল মুমিনীন আয়েশা রাঃ এর শানে অবমাননার মন্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ ঈশ্বরদী উপজেলা উলামা পরিষদের পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। শহরের লোকোসেড ফুটবল মাঠ থেকে বের করা বিক্ষোভ-মিছিলে পর্যায়ক্রমে সকল মসজিদের মুসল্লীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট জিরো পয়েন্ট ট্রাফিক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মো: হাবিবুল্লাহ কাউসারী,আমবাগান মাদ্রাসার মুহতামি মাওলানা মো: আসাদুজ্জামান ও নূরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: রাশিদুল ইসলামসহ অন্যান্য মাওলানা বৃন্দ।

পরে রেলগেট জিরো পয়েন্ট ট্রাফিক মোড়ের সমাবেশে বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ কটুক্তিকারীদের কুষপুত্তুলিকা দাহ করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button