পাবনা

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বিশ্বাস আর নেই

মামুনুর রহমান,ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বিশ্বাস (৭৪) ইন্তেকাল করেছেন। গত বুধবার (৮ জুন) রাত ১.১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আকবর আলী বিশ্বাসের ছোট ছেলে লাবলু বিশ্বাস তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আকবর আলী বিশ্বাস বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্নীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুর ২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সকলের নামাজে জানাজায় উপস্থিত থাকতে এবং মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button