ইউক্রেনের জন্য অতিরিক্ত ১৫০ কোটি ডলার সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

0
122

বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য অতিরিক্ত দেড়শ’ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এ নিয়ে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে চারশ’ কোটি ডলারেরও বেশি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এ কারনে দেশটিতে মানবিক সংকট তৈরি হয় এবং অর্থনীতি পর্যুদস্ত হয়ে পড়ে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, নতুন এই অর্থ দিয়ে সরকারি ও সমাজকর্মীদের বেতন পরিশোধ করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃবিতে বলেছেন, বিশ্বব্যাংক চলমান যুদ্ধে ইউক্রেন ও এর জনগণকে সহায়তা অব্যাহত রাখবে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলনস্কি বলেছেন, কর্মকান্ড চালু রাখতে তার সরকারের প্রতিমাসে সাতশ’ কোটি ডলার দরকার।