সহিংস হয়ে উঠছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

0
55

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ইসরায়েলবিরোধী বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপে সহিংসতার রূপ নিচ্ছে। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, সিটি কলেজ এবং ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে অভিযান চালিয়ে প্রায় ৪শ’ আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এছাড়া ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে পুলিশ শক্তিপ্রয়োগ করলে ব্যাপক সংঘাত এবং ধরপাকড়ের ঘটনা ঘটে।

উইসকনসিনের ম্যাডিসন বিশ্ববিদ্যালয়া থেকেও বেশকিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নিরাপত্তার অজুহাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইসরায়েল সমর্থকরা মুখোশ পড়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় বেশ কয়েকজন আহত হন।

এদিকে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালানো এবং শিক্ষার্থীদের গ্রেফতার করায় নিউইয়র্ক পুলিশের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।