ক্যাম্পাস

চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রমের উদ্বোধন

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

৬ জুন সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং চুয়েট, কুয়েট, রুয়েট এর ¯স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষার এ্যাডমিশন এ্যাডভাইজারি কমিটির সভাপতি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন অনলাইন ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় কুয়েট ভাইস-চ্যান্সেলর চলমান সমন্বিত ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষের চুয়েট, কুয়েট, রুয়েট এর “স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষার সেন্ট্রাল এ্যাডমিশন কমিটির সভাপতি প্রফেসর ড.কে.এম.আজাহারুল হাসান, সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কুয়েটের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এসময় সকলের উস্থিতিতে তিনজন শিক্ষার্থী তাদের অনলাইন আবেদন সুসম্পন্ন করেন। উল্লেখ্য, অনলাইনে আবেদন ৬ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন বিকাল ৫ টায় পর্যন্ত করা যাবে এবং ভর্তি পরীক্ষা আগামী ০৬ আগষ্ট অনুষ্ঠিত হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটে ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

অপর দুটি বিশ্ববিদ্যালয় চুয়েট ও রুয়েট তাদের নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) পাওয়া যাবে। ##

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button