এরদোগান যে কারণে তুরস্কের নাম পরিবর্তন করলেন


উত্তর আমেরিকার ‘থ্যাংকসগিভিং ডে’ এর ছুটিতে বহুল ব্যবহৃত টার্কি পাখি থেকে তুরস্ক শব্দটি এসেছে। সম্প্রতি এই তুরস্ক নামটি পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) জাতিসংঘ দেশটির নাম পরিবর্তন করে টুর্কিয়ে রাখার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলভুত কাভুসগলু বলেন, এটা দেশটির ব্রান্ড ভ্যালু বাড়ানোর জন্য পরিবর্তন করা হয়েছে। খবর সিএনএন’র। ইস্তাম্বুল কেন্দ্রিক গবেষণা প্রতিষ্ঠান ইডিএএমের চেয়ারম্যান সিনান উল্গেন জানিয়েছেন, পাখির নামের সঙ্গে সংশ্লিষ্টতা মুছে ফেলতে তুরস্কের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া এই শব্দটির আরেকটি অর্থ হলো ‘ব্যর্থতা।’ এটিও নামটি পরিবর্তনের একটি বড় কারণ।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সামনে বছর পুননির্বাচনে দাঁড়াচ্ছেন। নতুন নামটি সংস্কৃতি, সভ্যতা আর তুর্কি মূল্যবোধকে সবচেয়ে প্রগাঢ়ভভাবে তুলে ধরে।
সিএনএনকে উল্গেন আরও জানান, আন্তর্জাতিক সংস্থাগুলোকে নতুন নামটিই ব্যবহার করতে হবে। তবে এটা খুব তাড়াতাড়ি ঘটবে না। এটা সম্পূর্ণরূপে বহাল হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
তিনি বলেন, এটাই তুরস্কের নাম পরিবর্তনের প্রথম চেষ্টা নয়। এর আগেও ১৯৮০ সালে প্রধানমন্ত্রী টুরগুট ওযালের সময়েও একই প্রচেষ্টা করা হয়েছিল। তবে সেসময় এ দাবি খুব একটা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি।
তুরস্কের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এই বছরটিতে নাম পরিবর্তনের বুদ্ধি তুরস্কের সরকার জাতীয়তাবাদী ভোটারদের কাছে টানবে এমনটা মন্তব্য করেছেন কার্নেগি ইউরোপ থিংক ট্যাংকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সেস্কো সিসারদি।
তিনি আরও বলেন, নাম পরিবর্তনের এই সময়টা ‘জটিল’। এই সিদ্ধান্তটি গত ডিসেম্বরেই এসেছিল যখন গত ২০ বছরের ভেতর দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এসময় জনমত জরিপেও এরদোগানের একে পার্টিকে পিছিয়ে পড়তে দেখা গিয়েছিল। এসময় জরিপে একে পার্টির জনপ্রিয়তা ৩১ – ৩৩ শতাংশে নেমে আসে যেটা ২০১৮ সালে ৪২.৬ শতাংশ ছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঘরের সমস্যা থেকে জনগণের নজর এড়াতে এরদোগান জনগণের মন ভোলানো সব পদক্ষেপ নিচ্ছেন। অর্থনৈতিক সংকট ইতোমধ্যেই জনগণকে রাস্তায় নামতে বাধ্য করেছে বিষয়টি সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিসারদি মনে করেন, নতুন নাম জনগণকে চলমান এসব সমস্যা থেকে অন্য দিকে মনোযোগ সরাতে সাহায্য করবে এবং এরদোগানের ‘শক্তিশালী’ ও ‘ঐতিহ্যবাহী’ তুরস্ক গঠনে ভূমিকা রাখবে।
গত বছরের ডিসেম্বরে এরদোগান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য প্রতীক হলো টুর্কিয়ে । তিনি আরও বলেন, টুর্কিয়ে শব্দটিই তুর্কি জাতি, সংস্কৃতি ও সভ্যতাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে। তিনি তুর্কি কোম্পানিগুলোকে তাদের রফতানি পণ্যে ‘মেড ইন টুর্কিয়ে’ লেখার পরামর্শ দেন।