ধর্মের বিরুদ্ধে দাঁড়ালে গোটা বিশ্বকে রুখে দেওয়ার হুমকি দিয়েছিলেন ইমাম খোমেনী

0
230

তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, মরহুম ইমাম খোমেনীর বক্তব্য ও রাজনৈতিক তৎপরতার মধ্যদিয়ে ইসলামের রাজনৈতিক দর্শনের ব্যাখ্যা সুস্পষ্ট হয়েছে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ও ইসলামি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)’র মৃত্যুবার্ষিকী আগামীকাল। এই উপলক্ষে সবাইকে শোক ও সমবেদনা জানিয়ে জুমা নামাজের খতিব আরও বলেন, ইমাম খোমেনী কিশোর বয়স থেকেই আমিরুল মোমেনিন হজরত আলী (আ.)’র বাণীকে নিজের পথচলার দিকনির্দেশনা হিসেবে বেছে নিয়েছিলেন।

আবু তোরাবিফার্দ বলেন, যখন ইরান আজকের মতো এত বেশি প্রতিরক্ষা শক্তিতে বলীয়ান ছিল না তখনও ইমাম খোমেনী দৃঢ়চিত্তে গোটা বিশ্বকে উদ্দেশ্য করে বলেছিলেন- আপনারা যদি আমাদের ধর্মের বিরুদ্ধে দাঁড়ান তাহলে আমরা সমগ্র বিশ্বের বিরুদ্ধে দাঁড়াবো।

আজকের খুতবায় তিনি বৈজ্ঞানিক ক্ষেত্রে বিশেষকরে ইঞ্জিনিয়ারিংয়ে ইরানিদের নানা সাফল্যের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রকৌশল ক্ষেত্রে ইরান এখন অন্য দেশগুলোকে ছাড়িয়ে গেছে। এই বাস্তবতাকে বিশ্বের সবাই মেনে নিয়েছে।-পার্সটুডে