টানা ৯ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

0
111
ফাইল ছবি।

হিলি প্রতিনিধিঃ ভারত অভ্যন্তরে জটিলতা থাকায় টানা ৯ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুরোনো এলসির গম আমদানি শুরু হয়েছে।

আজ রবিবার বিকেল সাড়ে ৪ টায় ভারত থেকে ৪০ মেট্টিক টন গম বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। পরে আরো একটি ট্রাকে ৪০ মেট্টিক টন গম আমদানি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, ভারত সরকার হঠাৎ করে গেলো ১২ই মে গম রপ্তানি বন্ধ করে দেয়। গম রপ্তানি বন্ধ করলেও আগের করা এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতার কারন দেখিয়ে গেলো ২০ই মে গম রপ্তানি বন্ধ রেখে ছিলো। তবে সেই জটিলতা কাটিয়ে ৯দিন পর আজ বিকেলে এই বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। এতে করে আমাদের ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি ফিরেছে।