বগুড়া শেরপুরে জৈব সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

0
69

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বোংগা এলাকায় “রেশমা কৃষি উদ্যোগের” আয়োজনে ২৮ মে শনিবার বিকেলে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণ গ্রহন করতে উচ্ছুক কৃষি উদ্যোক্তাদের জৈব সার, জৈব বালাইনাশক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মানউন্নয়ন ও বিপনণ বিষয়ক ১ দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের (দারিদ্র বিমোচন ও ঋণ) পরিচালক এ কে এম মফিজুল ইসলাম।

বিশেষ অতিতির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. শাহিনুর রহমান, মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস প্রমুখ। প্রশিক্ষনের পাশাপাশি পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচীর খুদ্রঋন বিতরণ ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে গ্রাম পর্যায়ে যুব সমাজকে জনসচেতনামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রেশমা কৃষি উদ্যোগের পরিচালক সুরাইয়া ফারহানা রেশমা, নারী জাগরণ সংস্থার পরিচালক, নজরুল ইসলাম, আত্মকর্মী যুব মহিলা রাজবীথি সহ অনেকেই উপস্থিত ছিলেন।