নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ করোনায় আক্রান্ত

0
91

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ মিউনিসিপালিটি অ্যাসোসিয়েশনের (ম্যাব) সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এবং তার গাড়ি চালক রিপন করোনা শনাক্ত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার হতে নীলফামারীর ওই দুইজনের তথ্য পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

সূত্রে জানা যায়, নীলফামারী জেলার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে। এর মধ্যে নীলফামারী পৌরসভা ও মেয়রের বাড়ীর সকল সদস্যের নমুনা ছিল। রির্পোটে ঐ দুইজনের করোনা পজেটিভ আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নিজ বাড়িতে আইসোলেশনের রয়েছেন এবং সুস্থ আছেন। পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪০৯ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১৩৯ জন, জলঢাকা উপজেলায় ৭৯ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, সৈয়দপুর উপজেলায় ৫৩ জন, ডোমার উপজেলায় ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৪ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ২৯৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন।