কেএমপি কমিশনার কর্তৃক পুলিশ হাসপাতালে খাদ্য সহায়তা প্রদান

0
97

আহছানুল আমীন জর্জ, খুলনা : গত ৪ জুলাই শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে অসুস্থ পুলিশ সদস্যদের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনায় করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির, পিপিএম সেবা মহোদয়ের পক্ষ থেকে তাদের মাঝে ফলমূল বিতরণ করা হয়।

এছাড়াও আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া ও সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে সন্তুষ্টির ছাপ দেখা গেছে। উক্ত সময়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার(সদর) জনাব মোহাম্মদ এহসান শাহ এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার(সদর) জনাব কানাই লাল সরকার উপস্থিত ছিলেন।