আন্তর্জাতিক

লাদাখে গাড়ি নদীতে পড়ে ৭ ভারতীয় সেনার মৃত্যু

শুক্রবার সকালে সেনা বহনকারী একটি গাড়ি লাদাখের শ্যাওক নদীতে পড়ে যায়। ঘটনায় কমপক্ষে সাত ভারতীয় সেনা নিহত এবং আরও এক ডজন আহত হয়েছেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে জানানো হয়, সকালে লাদাখের তুরতুক সেক্টরে এ দুর্ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর সহায়তায় আহতদের ওয়েস্টার্ন কমান্ডে নিয়ে যাওয়া হয়েছে।

সেনা মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৬ সেনাদের একটি দল নিয়ে গাড়িটি পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। গাড়িটি সকাল ৯ টার দিকে থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আনুমানিক ৫০-৬০ ফুট উঁচু রাস্তা থেকে ছিটকে শ্যাওক নদীতে পড়ে যায়। এত প্রায় সকলেই আহত হয়।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সেনাদের পার্টাপুরের একটি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button