বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যু

0
77

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: এনজিও কিস্তির টাকা পরিশোধ নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মুক্তি রানী দাস(৫৫) গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ২৭ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মৃত মহিলা শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নিশিন্দারা গ্রামের গণেশ চন্দ্র দাসের স্ত্রী।

থানা পুলিশ সুত্রে জানা যায়, নিশিন্দারা গ্রামের গণেশের স্ত্রী মুক্তিরানী দাসের গত ২৬ মে বৃহস্পতিবার বিকালের দিকে কিস্তির টাকা পরিশোধ নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার ফলে মুক্তি রানী গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার বগুড়া মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিরানী ২৭ মে শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে মারা যায়। পরে মরদেহটি তারে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন।