সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃ শ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

0
91

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ ২৫ মে’২০২২ বুধবার সকাল ৯ টায় ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলে “বিজ্ঞান ও প্রযুক্তিই উন্নয়নের মূল শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিন ব্যাপী বার্ষিক আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তঃশ্রেণি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা -২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার বীণা এস. রোজারিও সি আইসি এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরে শান্তিরাণী সিস্টার সংঘের সাবেক সুপিরিয়র জেনারেল সিস্টার গাইতানিনা কোড়াইয়া সিআইসি, সিস্টার রেবেকা কিসপট্টা সিআইসি, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিস্টার পিরিনা সি দাস সিআইসি।

অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অত্র বিদ্যালয়ের পদার্থ, রসায়ন, জীব, আইসিটি ভূগোল ও কৃষি বিষয়ের উপর মোট ১২৬ টি প্রজেক্টে ২৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন বিষয়ের উপর ১২৬ টি প্রজেক্ট এর মধ্যে ৩৬ টি পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠিত বিজ্ঞান মেলার আহŸায়ক হিসেবে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোকুল চন্দ্র রায়।