বান্দরবানে সেনা অভিযানে জেএসএস এর তিনজন চাঁদা কালেক্টর আটক

0
80

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: হাবিব গেস্ট হাউস, বান্দরবান শহর এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে, জেএসএস এর তিন জন চাঁদা কালেক্টরকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, ১৮ মে বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ক্যাপ্টেন শাজেদের নেতৃত্বে বান্দরবান জোনের একটি বিশেষ অভিযানে হাবিব গেস্ট হাউস এলাকায় চাঁদা আদায়ের সময় নুমংপ্রু মারমা (২০), উক্য মং মারমা (২১), আথুই মারমা (২১) কে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই সহ মোবাইল ০৪টি, মানি ব্যাগ ২টি, জাতীয় পরিচয় পত্র ০২টি , চেক বই ০২টি, জন্ম সনদপত্র ০১টি ও ২২৭৮৩ নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃত চাঁদাবাজদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা বান্দরবান এলাকার নিয়মিত চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছেন।

এই বিষয়ে বান্দরবান সদর থানায় যোগাযোগ করলে তারা জানান, আসামিদের বর্তমানে থানার মধ্যে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরে রুমা থানায় তাদেরকে হস্তান্তর করা হবে।