কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড নীলফামারী

0
94

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল নীলফামারী জেলার কয়েকহাজার মানুষ। ঝড়ে শত শত হেক্টর ফসলি জমি ধ্বংস হয়েছে। এ ছাড়া শত শত টিনের ঘরের চালা উড়ে গেছে। ঝড়ে উপড়ে পড়েছে বড় বড় গাছ।

বুধবার (১৮ মে) রাত ১০ টা ২৫ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় ৪০ মিনিট জেলার ওপর দিয়ে থেমে থেমে বয়ে যায় কালবৈশাখী ঝড়।

জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে রাত থেকেই। বহু ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে। আহত হওয়ার খবর পাওয়া গেছে বেশ কয়েকজনের। ঘরবাড়ি হারিয়ে অনেকেই স্থান নিয়েছে খোলা আকাশের নিচে। শত শত হেক্টর জমির ভুট্টা, বোরো ধান মাটির সাথে মিশে গেছে। আম ও লিচুরও ক্ষতি হয়েছে ব্যাপক।

টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাতের এই ঝড়ো হাওয়ায় এলাকার ধানক্ষেত বসে গেছে। উপড়ে পড়েছে গাছপালা এবং ভেঙে পড়েছে ঘর বাড়ি। ইটাখোলা ইউনিয়নের হাতিবান্ধা এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, রাতের ঝড়ে আমার চারটি ঘরের চালা উড়ে গেছে। ছেলে-মেয়েকে নিয়ে অনেক কষ্টে খোলা আকাশে রাত কাটিয়েছি।

টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এ ছাড়া ফসলের ক্ষতি হয়েছে। বহু লোকের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।