সাদুল্লাপুরে ১৩০০ লিটার সয়াবিন তেল জব্দ

0
83

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্যাপুরে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মজুদ করা ১ হাজার ৩০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অবৈধভাবে মজুদ ও বাজারে সংকট দেখিয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার নলডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

তিনি জানান, দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য ছিল ৩১৮ টাকা, কিন্তু সেই তেল ৪০০ টাকা মূল্যে বিক্রি করছিল নলডাঙ্গা বাজারের সোমা স্টোর ও রাজ্জাক স্টোর। এছাড়া প্রতিষ্ঠান দুইটি থেকে মজুদ ১ হাজার ৩০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তেল মজুদ ও বেশি দায়ে বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুইটির মালিককে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।