ধামরাই সুতিপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা এবারো নৌকার মাঝি

0
106

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন মামলা জটিলতার কারনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ১৫ই জুন-২০২২ তারিখ ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সুতিপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা এবারো দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ পেয়েছেন।

আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে এবারো সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রাপ্ত হয়ে উপজেলা নির্বাচন অফিস দলীয় প্রতীক নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন রাজা।উপজেলা নির্বচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

সুতিপাড়া ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানাগেছে রেজাউল করিম রাজা চেয়ারম্যান এবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাবাসি খুবই আনন্দিত ও উল্লসিত । কারণ রেজাউল করিম রাজা চেয়ারম্যান সুতিপাড়া ইউনিয়নবাসীর পরিক্ষিত আপনজন।বৈশ্বিক মহামারী করোনা কাল ও প্রাকৃতিক দুর্যোগ বন্যার সময় জনগনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন।তাছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অন্যান্য দায়িত্বও সততা ও নিষ্ঠার সহিত পালন করেছেন।

বিগত সময়ে নৌকার প্রতীকের বিজয়ী চেয়ার‌ম্যান রেজাউল করিম রাজা সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। সুতিপাড়াবাসি আরো তাদের ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে আশাবাদী।

আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বলেন বাংলাদেশ আওয়ামীলীগ গণমানুষের প্রাণের একটি ঐতিহ্যবাহী সুপ্রাচীন রাজনৈতিক দল হিসেবে জনগনের কথা বলে,উন্নয়নের কথা বলে।মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর।সেই লক্ষ্য সারাদেশে ব্যাপক উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন তথা সুতিপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কাজ হয়েছে। আমি জনগনের সেবক । দল আমাকে এবারো নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি এবারো জনগনের ভালোবাসা সমর্থন ও দোয়া নিয়ে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবো, সেইসাথে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে সুতিপাড়া ইউনিয়নকে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহয়তায় ব্যাপক উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।