ধামরাইয়ে কৃষক- জেলেদের বিরুদ্ধে মামলা- হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

0
118

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা গ্রাম সহ সাতটি গ্রামের কৃষক ও সংখ্যালঘুদের বসতবাড়ি থেকে উচ্ছেদ, তিন ফসলী আবাদি কৃষিজমি ধ্বংস, ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা -হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

শুক্রবার (১৩ই মে -২০২২) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া সেলুঘাট এলাকায় এ’মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শতশত নারী -পুরুষ।

এ’মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অবৈধ আকসির নগরের কর্তৃপক্ষ থেকে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার সহ ক্ষতিপূরণ সহ সকল ভূমি মালিকদের আবাদি জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্হা গ্রহন ও দ্রুত অবৈধ আকসির নগরের ভূমিদস্যু তৌহিদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি রাখেন।

এ’সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন – কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের বদরুল (বদু),কৃষক মরণ চন্দ্র রায়,জেসমীন আক্তার, পলান মেম্বার, মনির হোসেন, আফসান আলী সহ অন্যান্যরা।