স্থায়ী কমিটির বৈঠক শেষ, সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবেন ফখরুল

0
136

ঈদের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় এই ভার্চুয়াল বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১১টার দিকে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে নতুন কর্মসূচি প্রণয়ন ছাড়াও নির্বাচন ও আন্দোলন ইস্যূতে আলোচনা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে জানানো হয়নি।

বৈঠকের বিষয় জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। আগামীকাল মহাসচিব যৌথ সভা করবেন। তারপর সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে জানানো হবে।

এ সময় শায়রুল কবির আরো বলেন, আগামীকাল ১০ মে। ১৯৮৪ সালের এই দিনে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তাই আমাদের কাছে এই দিনটি-তারিখটি অনেক গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ চেয়ারপারসনকে দ্রুত সুস্থ করে তুলুন।