‘তেল নেই, উধাও হয়ে গেছে’

0
155

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির মূল কারণটি হচ্ছে এই সরকার দুর্নীতিবাজ। তারা সিন্ডিকেট নিয়ে দুর্নীতিতে জড়িয়ে আছে। এ কারণে এভাবে জনগণের ওপর ভয়াবহ একটা অত্যাচার-নির্যাতন শুরু করেছে।
রোববার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।ফখরুল বলেন, এক লাফে যদি সরকারিভাবে ৩৮ টাকা বাড়িয়ে দেওয়া হয়। বাজারে তো আপনি ২২০ টাকায় তেল পাচ্ছেন না।

তেল নেই, উধাও হয়ে গেছে। এটিই হচ্ছে চোরাকারবারি, চোরাচালানের মূল বিষয়টি। সরকার তো এখন চোরাকারবারি হয়ে গেছে।সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোনো কর্মসূচি দল থেকে দেওয়া হবে কিনা জানতে চাই বিএনপি মহাসচিব বলেন, মুভমেন্ট দেখেছেন এর আগে আমরা প্রায় এক মাস যাবত দ্রব্যমূল্যের প্রতিবাদে আন্দোলন করেছি। অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়ে করণীয় আমরা রাজনৈতিক কর্মসূচি করব। ‘আওয়ামী লীগ একটা মুনাফেক দল। কোনো দিনই কখনও যে কথা তারা বলে তা তারা রাখে না’—যোগ করেন বিএনপি মহাসচিব।