গোবিন্দগঞ্জে গ্রাম থিয়েটারের চার দশক উদযাপন

0
98

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ গ্রাম থিয়েটারের চার দশক উদযাপন ও সুরেন্দ্র চাকী নাট্য পদক প্রদান এবং নাটক খৈলান পালা অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ পৌরসভার ববণপুর এলাকার কিশলয় থিয়েটারের আয়োজনে আজ রাত ৮ টার দিকে ববণপুর চাকী বাড়ীতে উক্ত অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি।

কিশলয় থিয়েটারের সভাপতি মমতা রানী চাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সদস্য বিএস বিদ্যূৎ, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের সাবেক ইউ’পি সদস্য বাবু প্রণয় কুমার দেব।

আলোচনা শেষে আগত অতিথি ও নাট্যদলের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এরপর গাইবান্ধা সারথী থিয়েটারের সভাপতি জুলফিকার চঞ্চলের পরিচালনায় নাটক খৈলান পালা অনুষ্ঠিত হয়।