পলাশবাড়ীর বয়লার বিস্ফোরণে আশঙ্কাজনক দুই শ্রমিককে ঢাকায় প্রেরণ

0
118

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে আকস্মিক চাতালের বয়লার বিস্ফোরণে মারাত্মক ঝলসে গেছে।আশঙ্কাজনক দুই শ্রমিককে রংপুর মেডিকেল থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

তথ্যানুসন্ধানে বিভিন্ন সূত্র জানায় ;সোমবার সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউপি’র নারায়ণপুর গ্রামের নুরুজ্জামান সরকার মালিকানা ধীন চাতালে আকস্মিক বিকট শব্দে চাতালের বয়লার বিস্ফোরণ ঘটে।কর্মরত দুই চাতাল শ্রমিক ডাকিনী গ্রামের মৃত ছাত্তারের ছেলে রাশিদুল ইসলাম (৩৫)একই গ্রামের রিয়াজুদ্দিনের ছেলে ফেরাজুলের(৩৬) শরীর এসময় মারাত্মক ঝলসে যায়।ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে আরো অবনতি ঘটায় মঙ্গলবার উভয়কে ঢাকায় প্রেরণ করা হয়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য চাতাল মালিক নুরুজ্জামান সরকার জানান এটি নিছক দুর্ঘটনা।তবে দুঃখজনক।ওরা দীর্ঘদিন ধরেই আমার চাতালে নিয়মিত কাজ করে আসছে।মানবিক কারণে তাদের উন্নত চিকিৎসাসেবার প্রয়োজন।তিনি জানান তাদের সম্ভাব্য চিকিৎসা ব্যয় মেটাতে আমার কোন পিছুটান থাকবে না ইনশাআল্লাহ।