আইসিসির সর্বকালের সেরাদের তালিকায় সাকিব

0
111

আইসিসির ঘোষিত সর্বকালের সেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে ১১৯ উইকেট নিয়েছেন সাকিব। আর ব্যাট হাতে করেছেন ১৯০৮ রান। আইসিসি ডটকমের খবর জানা গেছে, সম্প্রতি সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করে আইসিসি। যেখানে ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের সাকিব আছেন তৃতীয় স্থানে।

৫৫৭ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন সবার ওপরে আছেন। ৪১২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর রেটিং পয়েন্ট ৩৯৭। ভারতের যুবরাজ সিয় ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন।

শ্রীলঙ্কারর সনাথ জয়সুরিয়া ৩৬২ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে। আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩৫৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে। অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০), ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (৩২১) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৩০০) যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থান রেয়েছে।