‘যেকোনো বাণিজ্যকেই অস্ত্র হিসাবে ব্যবহার করছে রাশিয়া’

0
74

রাশিয়া গ্যাসসহ যেকোনো বাণিজ্যকেই ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রমের পোল্যান্ড এবং বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন।

নিয়মিত নৈশভাষণে বুধবার রাতে ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার পোল্যান্ড এবং বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তই বুঝিয়ে দেয়, ইউরোপের কেউ রাশিয়ার সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার আশা করতে পারে না।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া শুধু গ্যাস নয়, যেকোনো বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে। রাশিয়া এরপর আর কোন বাণিজ্য এলাকা একাজে ব্যবহার করা যায় তার অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

সূত্র: বিবিসি