নীলফামারীতে আরো এক চীনা নাগরিকসহ ৮ জন করোনায় আক্রান্ত

0
87

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক চীনা নাগরিকসহ উত্তরা ইপিজেডের নতুন করে আরো ৮ জন করোনায় আক্রন্ত হয়। এ নিয়ে উত্তরা ইপিজেডে ৬ জন চীনা নাগরিকসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত কনে বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত ২ জুলাই এর রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।

তিনি আরো বলেন, উত্তরা ইপিজেডের চীনা নাগরিকসহ ৬১ জনের নমুনায় নতুন করে আরো ৮ জন করোনায় পজেটিভ হয়। পজেটিভ ৮ জনই উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর।

সূত্রে যানা যায়, এর আগে ২ জুলাই উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ৪ জন চীনা নাগরিক, ২৯ জুন একজন চীনা নাগরিক এবং ২২ জুন একই কোম্পানির একজন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে যানা যায়, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৬১ জনে। এদের মধ্যে- সদরে ১২৩ জন, জলঢাকা উপজেলায় ৬৮ জন, ডিমলা উপজেলায় ৫১ জন, সৈয়দপুর উপজেলায় ৫০ জন, ডোমার উপজেলায় ৪০ জন এবং কিশোরগঞ্জ উপজেলায় ২৯ জন।

জেলায় চিকিৎসাধীন আছেন ৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৫ জন। মৃত্যু বরন করেছেন ৭ জন।