আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড রোহিতের

0
97

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হবার লজ্জার রেকর্ড মালিক এখন রোহিত। আইপিএলে ২২০ ম্যাচের ২১৫ ইনিংসে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত।

গতরাতে আইপিএলের ৩৩তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রোহিতের মুম্বাই। ওপেনার হিসেবে ইনিংস শুরু করে দ্বিতীয় বলেই আউট হন রোহিত। তখন তার নামে পাশে ছিলো শূন্য। এতেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউটের রেকর্ড গড়েন রোহিত।

এতোদিন সবচেয়ে বেশি বার শূন্য রানে আউটের তালিকায় ভারতের পিযুশ চাওলা-হরভজন সিং-মনদীপ সিং-পার্থিব প্যাটেল-আজিঙ্কা রাহানে-আম্বাতি রাইদুদের সাথেই ছিলেন রোহিত। এরা সকলেই ১৩বার শুন্য রানে ফিরেছিলেন।
এবার আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি শুন্য রানে আউটের মালিক হলেন রোহিত।