পরচর্চা ও পরনিন্দা আর নয় আর নয়

0
104

চারপাশের সমাজে ভালো মানুষ যেমন আছে, আছে আবার কিছু মন্দ মানুষও। কিছু মানুষ যেমন মানুষের ভালোবাসা নিয়েই জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে চায়, আবার কিছু মানুষ আছেন যারা মানুষকে ভালো চোখে দেখতে পারেন না। মানুষের ভালোটাকে সহ্য করতে পারেন না। ওইসব মানুষদের অভ্যেসই হচ্ছে- মানুষকে নিয়ে নেতিবাচক সমালোচনা করা। নিজের যোগ্যতার মাপকাঠি না বুঝেই তারা অন্যকে নিয়ে চর্চায় ব্যতিব্যস্ত হয়ে থাকেন। অথচ এই পরনিন্দা, পরচর্চা একজন মানুষকে ক্রমশ অসুস্থ মানসিকতার দিকে ছুড়ে দেয়।

অতএব, সুন্দর ও ইতিবাচক জীবনযাপনের জন্য সুস্থ মানসিকতা খুব জরুরি। চলুন পাঠক জেনে নিই- কীভাবে পরচর্চা ও পরনিন্দা থেকে নিজেকে দূরে রাখা যাবে-

১. ধৈর্য্য ধরতে হবে।
২. নিজের মনকে স্থির রাখতে হবে।
৩. বাস্তবতা ও অনুমানের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
৪. অপরের প্রতি আরও উদারতা দেখাতে হবে।
৫. শোনা কথায় কান দিয়ে কারও কোনও বিষয়ে মন্তব্য করা যাবে না।
৬. যেকোনও বিষয়ে পরনিন্দা করার আগে নিজের বিষয়ে গুরুত্ব দিতে হবে।
৭. অযৌক্তিক বিষয়ের ওপর আশ্রয় করে কিছু করা যাবে না।
৮. নিজেকে অন্যের কাছে সুন্দর ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে হবে।
৯. ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে।
১০. অপরের ভালোকিছুকে প্রশংসা করার অভ্যেস করতে হবে।