আন্তর্জাতিক

পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর খানকে তলব করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদ জানাতে কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (শনিবার) পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খানকে তলব করে তার সঙ্গে কথা বলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও উপ প্রতিরক্ষামন্ত্রী শিরিন আখুন্দ।

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে বৃহস্পতিবার তেহরিকে তালেবান পাকিস্তানের সন্ত্রাসী হামলায় সাত পাক সেনা নিহত হয়। দৃশ্যত ওই হামলার প্রতিশোধ নিতে আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে বিমান হামলা চালায় ইসলামাবাদ। এ হামলায় কোনো কোনো সূত্র অন্তত পাঁচ শিশু ও এক নারীর নিহত হওয়ার খবর দিলেও অন্য কিছু সূত্র প্রায় অর্ধশত আফগান নাগরিকের নিহত হওয়ার খবর দিয়েছে।

ওই হামলার নিন্দা জানিয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের রাষ্ট্রদূতকে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের হামলার পুনরাবৃত্তি না হয় ইসলামাবাদকে সে নিশ্চয়তা দিতে হবে। মুত্তাকি বলেন, আবার এ ধরনের হামলা হলে প্রতিবেশী দু’দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো স্পষ্ট করে বলেন, “আফগান ভূমিতে আবার হামলা হলে তার পরিণতি ভালো হবে না।”

একই সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রী পাক রাষ্ট্রদূতের কাছে একটি কড়া প্রতিবাদলিপি হস্তান্তর করে তা ইসলামাবাদের পাঠানোর আহ্বান জানান।

এর আগে ইসলামাবাদে নিযুক্ত তালেবান চার্জ দ্যা অ্যাফেয়ার্স আহমাদ শাকিবকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় পাকিস্তানি সেনাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হয়। আহমাদ শাকিবকে বলা হয়, ইসলামাবাদ আশা করেছিল আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানের তালেবানের ওপর তারা প্রভাব সৃষ্টি করে তাদের সন্ত্রাসী হামলা বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে। কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার সে কাজ করতে ব্যর্থ হয়েছে। -পার্সটুডে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button