আন্তর্জাতিক

রুশ হামলায় আমাদের ৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত তিন হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া অন্তত ১০ হাজারের মতো আহত হয়েছেন। তবে এখনই বলা যাচ্ছে না যে, এদের মধ্যে কতজনকে বাঁচানো সম্ভব হবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, আগ্রাসনে এ পর্যন্ত আড়াই থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সন্য মারা গেছে। এ ছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক হামলার হুমকির বিষয়েও সতর্ক করেন।

এক মাস আগে জেলেনস্কি জানিয়েছিলেন এক হাজার ৩০০ সেনা মারা যাওয়ার কথা। যুদ্ধে রাশিয়ার ১৯ হাজার থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছেন। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনার সংখ্যা ১ হাজার ৩৫১। নশর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর একের পর এক মৃতদেহের সন্ধান পাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বোরোদিয়াঙ্কা এবং মাকারভ শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর ধ্বংসস্তুপ অপসারণের কাজ এখনও চলছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button